শয়তানের শ্বাস
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এখনো প্রেমের খরা দহে তরুমূল;
এখনো ঝরে ফুল, ফুটিছে যে মকুল।
এখনো জ্বলিছে প্রাণ মলিন বিধুর ।
এখনো ছলনার বাশি সুর তুলে সুর,
এখনো দেখি প্রেম ভালবাসা দূর-বহুদূর !
কি সে আটকায় স্রোতনীর তরঙ্গ জল ?
কেন তুমি বিচ্ছেদে বিপুল -ব্যাকুল !
কিসে তুমি আবদ্ধ অধরা স্বপনে
এ দেহ, এ প্রাণ কি খোঁজে নয়নে ?
যে প্রেম, যে ভালবাসা চাও এ যামিনী
তার সবটুকু চির আলিঙ্গনে,কুসুম-কামিনী !
তবু কি আটকাবে তুমি ভালবেসে হরষে ?
এখনো শয়তানের শ্বাস ভাসিছে বাতাসে।
----------------------------------------


রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-৮-২০২৩ ইং
*************************


১৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।