বিচ্ছেদের অশ্রু কণা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভালবাসা হতেছে ক্রমে বিপুল-মলিন,
দাম্পত্যের বন্ধন ক্রমে, ইস্পাত কঠিন !
নিস্প্রভ পূর্ণিমার শশী,সুদীর্ঘ্ রজনী;
বিচ্ছেদের অশ্রু কণা ফেলিছে ধরণী !
গগণে কালো মেঘ,রবি আলোহীন;
দু’জন দু’প্রান্তে, ক্রমে অসহ্য দিন।
তব কেউ নাহি হারে, বৃথা আর আসি
অসহায় সন্তান তব পথে চেয়ে বসি ।
চৌদিকে নগ্ন গীতি-কাতর ক্রন্দন
সুখের দাম্পত্যে দিয়েছে অযূত ভাঙ্গন।
ভালবাসা ভুলিছে ক্রমে স্বর্গিয় সুখ !
বৃথা এই বন্ধন ! বৃথা এই মমতা
পরকিয়া চিনিছে ক্রমে নরকের দুঃখ !
নিস্প্রভ পূর্ণিমার শশী,সুদীর্ঘ্ রজনী;
বিচ্ছেদের অশ্রু কণা ফেলিছে ধরণী !
-----------------------------------------


রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-৮-২০২৩ ইং
*************************


১৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।