তোমাতেই পাই তারে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে হৃদয়, যত প্রেম করি নিরীক্ষণ
তোমাতেই পাই তারে জন্ম গ্রহণ।
ছোট বড় অনুভূতি সব শিরে উপশিরে;
সুখ দুঃখে দোলা দেয় সদা খেলা করে।
জল হয়ে এঁকে বেঁকে যায় গভীর প্রাণে;
অনল হয়ে পুড়ে যায় শ্বশানে শ্বশানে।
তবু কত ‍ুসুন্দর তুমি কত মনোলোভা !
ভাবতে ভাবতে হৃদয় দেখে কত শোভা !
নির্জনে বসি বসি কোকিলের গান শুনে
বিরহের অনলে জ্বলে একাকী নিজ বনে
তোমায় ঘিরে কত লোক জীবন নাশ করে,
কত শত কল্প রচে তাল বেতাল সুরে সুরে।
তবু বলে ভালোবাসি হৃদয় খুলিয়া
হে হৃদয়, তোমাতেই পাই তারে সব হারাইয়া।
ভাবতে ভাবতে হৃদয় মহাবেগে ধায়,
সফেদ সফেনে পশ্চাতে ফিরে নাহি চায়।
--------------------------------------

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-৮-২০২৩ ইং
************************


১৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।