মৃত্যুঞ্জয়ী চেতনার বাঁশি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

চেতনার বাঁশি খানি বাজিছে আবার,
শোক হতে শক্তি বুঝি জাগিছে সবার।
শেখ মুজিবের ছায়া বাংলার সমীরে
আকাশে বাতাসে ফুলবনে জাহ্নবীর তীরে
বজ্র কণ্ঠের ধ্বনি ভেসে উঠে তরঙ্গের মতো
‘চির উদ্যাম, চির দুর্বার ,চির সতত !
তুমি নাই তবু আছো মুক্তির মধুর মিলন
লাল সবুজে দৃষ্টি ফিরে অপলক নয়ন ।
মুক্তি যুদ্ধের ধ্বনি হয়ে বেজেছিল যে স্বর
সেথায় তুমি আছো ! সেথায় তুমি অধর ।
যত দিন ধরা রবে তত দিন তুমি ফিরে,
পথ দেখাবে পথ হারা বাঙালির নীড়ে ,
তুমি এক কালজয়ী নবীন পল্লবের মতো
চেতনার সিংহাসনে বসা বিনিদ্র- জ্রাগত।
শোক হতে শক্তি বুঝি জাগিছে সবার।
তুমি মৃত্যুঞ্জয়ী চেতনার বাঁশি -এ বাংলার।
----------------------------------------


রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৯-৮-২০২৩ ইং
*************************


১৯-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।