রক্তে গড়া লালপথ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বীর বাঙালি প্রস্তুত আজ, ভীরুরা পলাতক !
অপশক্তি ,দোসর -রাজাকার ,গুপ্তঘাতক
বঙ্গ বুকে ঠাঁই নাই শহীদের রক্ত ফুলে
সবুজ শ্যমল প্রান্তরে নবীনরা উঠছে দুলে।
বজ্র কণ্ঠের অগুনে পুড়ে ছাঁই পাকিস্তান
বাঙালি সংঘবদ্ধ জন নেত্রীর আহ্বান।
উন্নয়ন এগুচ্ছে গুচ্ছবদ্ধ রক্ত-কুসুম,
মুক্তি যুদ্ধের চেতনা লাল-সবুজের ধরাধাম।
আজ বাঙালি মুক্ত! পতাকা হাতে হাতে
বিশ্ব মঞ্জিলে উঁচু শির রাঙা প্রভাতে
জুলুম -অত্যাচার -স্বৈচারের বিরুদ্ধে
শিকল বেড়ী ডান্ডা হাতে বীর বাঙালি যুদ্ধে-
শেখ মুজিবের রক্ত দানে রক্তে গড়া লালপথ
লাল- সবুজের বাংলাদেশ নব সূর্যের যুগপৎ।
-----------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৯-৮-২০২৩ ইং
*************************
১৯-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।