ঘুমন্ত চেতনা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

অরণ্য ভেজা পথে জোছনা কুড়িয়ে অক্সিজেন
বানানো দেখে সাদা মেঘগুলো রাগে, অভিমানে, ঈর্ষায়
কালো হয়ে গেলো,
কিছুক্ষণ পর ভেজালো অশ্রু
দিয়ে আমার অধর,
আমি হাটতে থাকি গাছের পাতায়,
হাটতে হাটতে দেখি পিরামিড, তাজমহল,
স্ট্যাচু অফ লিবার্টি আমাকে দেখে তৃষ্ণার্ত
আহবানে জড়িয়ে ধরে বললো,
-“তুমিই পারো ধরণীর অবিনাশী গান
গাইতে,
আকাশের
বিশালতাকে ছিনিয়ে আনতে ৷"
আমি বিস্মিত না হয়ে আবার
হাটা শুরু করলাম ৷
প্রভাতী আলোর বিকিরণে মুখরিত
প্রকৃতি,
সূর্যের থালাটা আমায় একটা সকাল
দিলো,
শহরগুলো ঘুমিয়ে আছে,
গ্রাম, মাটি, মানুষ, সবাই
ঘুমিয়ে আছে ৷
ওদের ঘুম ভাঙবে কখন ?
কখন হাটতে বেরোবে ওরা?
ওদের সাথে কি চেতনাও ঘুমোচ্ছে?
এমন কি স্বপ্ন, বিবেক, বর্তমানও?
ওদের ঘুম ভাঙ্গবে কিভাবে?

“আমায় একটু আড়াল দেবে কি লুকোবো? "

কানের পর্দায় চিৎকার দিলো মুঠোফোন ৷
চোখ খুলে দেখি টেবিলে গান বাজছে ৷
-হ্যালো আমি মানুষের নতুন সকাল ৷
-কে!
-হ্যা ঠিক শুনেছো ৷ ঘুম
থেকে জেগে ওঠো ৷ মানবতা বিপন্ন ৷
আর ঘুমানোর সময় নেই ৷
-কি বলছেন এসব? আমিই তো ওদের ঘুম
ভাঙ্গানোর চেষ্টা করছি?
-হ্যা ঘুমিয়ে থেকে লাভ নেই ৷
জেগে ওঠো ৷ আগে নিজে জাগো ৷
তারপর জাগিয়ে তোলো পৃথি......
-হ্যালো? হ্যা......হ্যালো?

পায়ে কি যেন কামড় দিলো!!
মশা!
এ কি! মশারী টাঙ্গানো হয়নি ৷
এখনও বালিশে মাথা ৷
এখনও সকাল হয় নি ৷
রাত তিনটা সতেরো ৷
জাগ্রত শরীরে ক্লান্তি , তৃষ্ণা,
কখন সকাল হবে?
কখন নিজেকে সত্যিই
জাগাতে পারবো?
কখন সবাইকে জাগিয়ে
মানবতার চিকিৎসা করবো?
কখন?
কখন? .......কখন?

রচনাকাল:- ২০-০৯-২০১৪ইং
সময়: তিনটা সতেরো


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।