অশ্লীল কবিতার জনক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
অশ্লীল কবিতার জনক
বলে আমায় উপহাস করো না জনগণ,
তুমি আমি সবাই
অশ্লীলতার মহাজন।
আমার কবিতায় অশ্লীল কই
আমার কবিতা ফোটায়
ভালবাসার খই।
আমার কবিতা অশ্লীলতা
মনে জাগায়,
আমার কবিতা ভালবাসার শান্তি
নর-নারীর মনে ঠাপায়।
আমি অশ্লীল কবি
বলছো কেন মিছে,
আমার কবিতা না পড়লে
তোমার ভালবাসা মিছে.....
২১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।