বণিকীয় খেলা
- রফিকুল ইসলাম রফিক
কি নামে ডাকবো তোরে
তুই কি পুরুষ নাকি নারী
নাকি নারী আর পুরুষের মিলিত দূষণ
আমাদের রংবাজ কালা জাহাঙ্গীর,চোখ ট্যারা সুমন
নাকি এ’শহরের নামকরা আতঙ্ক মতিন?
এদের কবল থেকেও কখনো কথনো মুক্তি মেলে
এদের মনেও দয়া নামক বস্তুটি আছে
চোখের জলে এদেরও মন গলে এরা ক্ষমা করে দেয়
তুই তো তাও পারিস না, ও তোর ধাতে নেই।
তোকে তো কেউ দেখেই না
তুই অন্তরালে বসে সবকিছু দেখিস আর ফন্দি আটিস
কি করে জ্বালিয়ে দিবি অসহায় নিপীড়িত জনপদ
সূক্ষ্ম চিন্তা-চেতনায় তুই সব হরণ করিস জীবনের বিজ্গ বণিক
প্রতিটা পসরায় তোর চেতনার থাবা
অসহায় জনগণ বুঝতেই পারে না তুই কথন কি করিস
তবে অনুভব করে নিজেদের শুন্যে গমন
কেউ একজন ওদের সবকিছু করছে হরণ
জীবনের সবকিছু থালাবাটি বাসন-কোসন
আমার বিশ্বাস কোনো একদিন কোনো এক পাগলের হাতে
তুই ধরা খাবি সেদিন কোথায় যাবি?
তাই এবার থামা তোর বিজ্গ বণিকীয় খেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।