হৃদয় উজার করে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
ভালোবেসে ছিলে যাকে কেনো করো ঘৃণা
সে কি বাঁচবে বলো সুজন তোমাকে বিনা ।
সে তোমাকে ভালোবাসে হৃদয় উজার করে
তুমি কেনো দিলে তারে দুঃখ দু’হাত ভরে।
যার কপালে সয়না যে সুখ, যাবে যাবেই সে মরে
অন্ধকারেই বসত তোমার এসো আলোর হাত ধরে।
আলোকিত করে জীবন করছে তোমায় দান
আজো সে রয় তোমার ধ্যানেই হয়ে তোমার জান।
২৯/১২/২০০০
২৩-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।