পরাস্ত চেতনা
- নাহিদ সরদার

প্রিয় বইটা পাইনে
সজ্জায় চাপা পড়ে আছে হয়তোবা
পড়েছে খসে ওয়ালমেট চেতনার
দেয়ালে কাবাশরীফ ঝোলে
মা - আর আমার যে ছবিটা ছিল
সেটা এখন ধূসর পান্ডুলিপি এক
স্তুপে খোঁজ নিলে মিলে যেতে পারে।
সুন্দর রমণীর মতো মোহ নিয়ে দাঁড়ায়েছে
পোড়া মাটির কংকাল
হাতে নিয়ে আদিম ঠিকানা

পায়ের কাছে হাঁটুগেড়ে পারস্ত চেতনা।

২০/০৬/২৩
মঙ্গলবার , বিকাল - ৪:২০
পিরোজপুর


২৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।