পতিতা নামের বই
- নাহিদ সরদার
গোমাংসে পোড়া হাত ছেঁকি পাটশাকে
অথবা কাঁচা আমের ডালটকে
একটা নিম্নবিত্ত ঢেকুর তুলে কষি চুড়ান্ত হিসেব
আয়ের তুলনায় ব্যয় বেশি চলছে ইদানীং
ক্লান্ত মনে পতিতা নামের বই মেলি
দেড়টাকা গায়ের মূল্যে বইয়ে খুঁজে পাই পুরোনো অতীত
অতীত সুন্দর যেকোনো বর্তমানের চেয়ে
তবুও আমরা আশা বুনি সুন্দর ভবিষ্যতে
হয়তো আমিও আশা বুনে আছি
একদিন হবে বিলাসী বর্তমান আমার।
২৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।