পোড়া টাকার নোট
- নাহিদ সরদার

কাঁদায় প্রিয় রঙে কাঁদায়
অনুরূপ রঙে ছেয়ে যায় বিহান বেলার মেঘ
পরক্ষণে
আঁতুড় ঘরের মতো পোয়াতি কষ্টের হাত ধরে ফিরে আসে
নির্জন দুপুর
শুক্রবার দুপুর মানেই - কাঠগোলাপ ছায়ায় দুই কাপ চিনি ছাড়া চা বা ভেনিলা সুবাস।

এখন শুক্রবার মানেই
মাথার উপর টিনের উত্তাপ
সেই সাথে আগুনে পোড়া হাজার টাকার নোটে
বিবর্ণ বিকেল ও আগত ইদের বিলাপ

এই ইদে একটা লাল শাড়ি চেয়েছিলেন মা।

০৮/০৪/২০২৩
শনিবার রাত ৯:২০
পিরোজপুর


২৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।