রাজদর্পণ
- নাহিদ সরদার
রাজবাড়ীর মতো চোখ আমাদের ঈশ্বরের
আর মন - সেতো
রাজবাড়ীলাগোয়া মন্দির যেন
কাঠবিড়ালির দিকে চেয়ে অলস সময় কাটে তাঁর।
তখনকার রাজারা যেদিকে তাকাতো
সেদিকেই শরীর ফুঁড়ে উঠতো সোনালী ফসল
বিরাগে বিরান হতো ঘর-দোর জমি সহ জীবিত জীবন
তিনশ বছর পরে
আজও পাটের গন্ধ মাখছে মাটির শরীর
এদিকে আমাদের ঈশ্বর
ঐশ্বরিক আলোর রেখায় দিচ্ছে পাহারা
শৈবালে মোড়ানো তিনশত বছরের রাজত্ব।
আচ্ছা!
রাজত্ব ও মন্দির পাশাপাশি থাকে কেন?
২৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।