তোমরা যাদের মানুষ ভাবো
- মোঃ মুসা ১১-১০-২০২৪
বাড়ির ভেতর তোমরা সবাই মানুষ দেখো
আমি দেখি ভিন্ন!
পায়ের ছাপটা তোমরা দেখো আমি দেখি
পশুর পদচিহৃ।
তোমরা দেখো বস্তু ভিটার চুপ বসবাস
আমি দেখি জঞ্জাল,
তোমরা যাদের মানুষ দেখো
আমি দেখি কঙ্কাল।
তোমরা যাদের মানুষ ভাবো
আমি ভাবি কুকুর,
মানুষ ভেবে সালাম দিচ্ছো
দরকার তাদের মুগুর।
বাড়ির ভেতর তোমরা যাদের আলেম ভাবো
আমি ভাবি জালেম,
দূরে বসে যায়না চেনা
কেবা ভালোর খাদেম।
তোমরা যাদের মানুষ ভাবো
আমি ভাবি পশু,
জোর জুলুমে যারা করে
যদি হয় কেউ দস্যু।
যাদের তোমরা মুমিন ভাবো আমি ভাবি
ভন্ড,
যাদের কথায় বুকের আঘাত
সম্মান লন্ডবন্ড।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।