দুঃখ পালায়
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ভালোবাসার বলতে কথা মন-প্রাণে সুখ জাগে
হাসি ফুটে ঠোঁটের কোণে থাকবেনা কেউ রাগে ।
*
বুকের মাঝে সুখের বাজে সুর তুলে গান গানে
প্রেমের ছোঁয়ায় হাসি ফুটে দুঃখ পালায় বানে।

২৩/০৮/২০২৩


২৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।