সখির বিহনে
- নাহিদ সরদার

সখি আছে বহু দূরে
মন গেছে তাই মরে
কবিতার দেখা তাই নাই,
হয় না'কো কোনো কথা
হৃদে মোর বড় ব্যথা
সখিরে কোথায় বল পাই?
হারিয়েছি সখি মুখ
মনে তাই বড় দুখ
সখির বিহনে মন শুঁধু কাঁদে,
ডাগর ডাগর আঁখি
দিয়ে গেছে ফাঁকি
সখি মোরে নাহি আর সাধে।
বঞ্চিত সুখে আছে মন
সঞ্চিত দুখে কাটে ক্ষণ
নন্দিত কাব্য নাহি আজ আসে,
সখার দেখা মিলেছে তাঁর
ফিরে তাই আসবে না আর
আমার কাব্য বাতাসে ভাসে।


২৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।