কিছু বুঝি নাকো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কি করো কি বলো কিছু বুঝি নাকো,
এতো জ্ঞানী গুনি, তবু লুকিয়ে থাকো !
আল কোরআন নবীর সুন্নাহ পরশিয়া
একি করো বিভাদে জড়িয়ে হরষিয়া ?
কেউ বলো কাফের কেউ বলো মুশরিক
কেউ বলো বাতিল –মুনাফিক -শিরক -শিরক!
কে ঠিক ! কে ঠিক তুমি করো দেখা
ধরিয়ে দাও শুধরিয়ে দাও তুমি এসে একা।
তুমি মুমিন তুমি মুসলমান এ সবে জানি
তবে কেন এতো দলাদলি রাহাজানি ?
পাহাড় সম গীবত যেন তোমাদের কণ্ঠ স্বরে
তাল বেতাল সুরে সুরে্
ইউটিউব ফেইসবুক পতায় পাতায় ঘুরে—
কে আসল ! কে নকল ভেবে নাহি পাই,
সবাই যেন ভাইরাল হতে চায়
একে অপরের গীবত গেয়ে ভাই !!
কি করো কি বলো কিছু বুঝি নাকো,
এতো জ্ঞানী গুনি, তবু লুকিয়ে থাকো !
--------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৬-৮-২০২৩ ইং
*************************


২৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।