বন্ধু হতে পারো যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পিতা হেরে গেলে সন্তান হবে নাকো কিছু,
অসূরের পরশে ঘুরবে সে ব্যর্থের পিছু পিছু !
প্রথম আলো তার পিতা-মাতা হতে আসে
উষার আলোয় জেগে ওঠে সন্তান হেসে।
বন্ধু যদি হতে পারো আদর সোহাগ শাসনে
সন্তান জিতে যাবে উত্তাল তরঙ্গের প্লাবনে।
নৈতিক যদি হতে পারো চরিত্র গঠনে-
সন্তান যাবে নাকো কভূ অন্ধকার ভুবনে।
মাতা যদি হেরে যায় খসে যাবে সবগুলো
সন্তান পাবে নাকো পথ পৃথিবীর ধুলো-বালু!
বন্ধু হতে পারো যদি,
কুঞ্জে কুঞ্জে স্বর্গিয় সুখ উঠবে জমি,
সন্তান অমানুষ হলে কেমনে আপনারে ক্ষমি ?
--------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৬-৮-২০২৩ ইং
*************************
২৬-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।