কবির কবিতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কি অপূর্ব্ কবিতা রচিয়াছে-কবি
প্রেম- বিরহের ছন্দবন্ধনে
সোনালী স্মৃতির উথরোল প্রাঙ্গনে
হৃদয়ের ডাইরীতে
তৃপ্তি- অতৃপ্তির বাঁধনে
কবিতার চরনে চরনে
চাঁদের শুভ্রতার মতো যে হাসিটা
রক্ত লাল যে গোলাপ
সেখানেই কবির ফিরে যাওয়া
সেখানেই হৃদয় হৃদয়ের সংলাপ
সেখানেই স্বর্গিয় সুখের মহাকাব্য
তবু কিছুটা অতৃপ্তি ! তবু কিছুটা অভিমান
তবু হাসিটার মাঝেই
কবি খোঁজে পায় সফেদ সফেন তরঙ্গ
ব্যস্ততায় হয়তো কখনো কখনো মনে হয়
অর্ধেক তার মিথ্যা মায়া
বাকি অর্ধেক তার প্রয়োজন !
আসলে সূর্য্ সে আগের মতই আছে,
সূর এখনো বাজে, ঠিক কানের কাছে
যদিও দিগন্ত দূর- বহু দূর—
কিন্তু কবির কবিতা অপূর্ব্ সুমধুর !
২৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।