ভালোবেসে ছিলাম যারে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

ভালোবেসে যারে আমি হৃদয় উজার করে
তার ছলনার মধুর ব্যথা বুকে জ্বালা ধরে ।
*
প্রেমে যখন নাই ব্যথা নাই হয়না প্রেম তা খাঁটি
কষ্টে গড়া সুখের মিনার একটু ছোঁয়ায় মাটি ।

২৪/০৮/২০২৩


২৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।