শরৎ সাদা
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

মন ছুটে যায় আকাশ প্রাণে ধরতে তারই নীল,
বুঝ মানে না পাগল এ মন ছুটে খাল আর বিল।
শরৎ সাদা কাশ বনেতে ডুবে থাকে রোজ,
শিউলী ঘ্রাণে মুগ্ধ সে মাতাল অবুঝ।

২৭/০৮/২০২৩


২৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।