মৌমিতা
- সাগর মুহম্মদ ইউসুফ ১০-০৫-২০২৪

মৌমিতা, তোমাকে দেখে বাড়ছে যে ভাবনা ।
কোথা গেলে পাবো তোমায় - এ কোন যাতনা।
আধার নিশীথে এষণে তোমায় ভ্রান্ত।
হাসনুহানার কুঞ্জে জোনাকি ক্লান্ত ।

দেখেছি তোমার বাঁকা দন্তের ঝলক।
এছাড়া বেখাপ তোমার ,মুখের পলক ।
সুস্মিতা রূপে ফিরে এসো তুমি আবার ।
আমি চাই ওই দেখতে হাসির বেপার ।



সেদিন দেখেছি নীলাম্বরীর ভূসনে।
এসেছিলে কি , এ বসুধায় কোন কারণে ?
চেয়েছি রেজিয়া দিব কবরীতে তা গেঁথে ।
তুমি কি মারবে ছুড়ে তা ক্রোধের ও সাথে ?

শিশিরের মতো কমল হৃদয় ব্যাকুল ।
তোমার খেয়ালে ভীরু আমার এ গোকুল।
এ অন্ধকারে আলেয়ার আলো গো তুমি ।
অবাক চাহনি তে তোমার পানে যে আমি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Faizbd12
২৮-০৮-২০২৩ ২০:০৪ মিঃ

বেশ ভালো লিখেছেন কবি ।

সাগর মুহম্মদ ইউসুফ
২৯-০৮-২০২৩ ১৯:৩২ মিঃ

thanks ????????????

M2_mohi
২৮-০৮-২০২৩ ১৬:৫৫ মিঃ

সুন্দর লেখা ভালো লাগলো

সাগর মুহম্মদ ইউসুফ
২৯-০৮-২০২৩ ১৯:৩২ মিঃ

????????????????

সাগর মুহম্মদ ইউসুফ
২৯-০৮-২০২৩ ১৯:৩৪ মিঃ

thanks you