না চাইলেও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
না চাইলেও তুমি এসে যাও কবিতার চরনে
মিষ্টি হাসি দিয়ে যাও কাজল কালো নয়নে ।
কি অফুরান প্রশান্তি দিয়ে যাও এই প্রাণে !
জানি হে তুমি দুর তবু ভালবাসি যতনে।
এখানে তুমি এই হৃদয়ের স্পন্দিত ধরাধাম,
এখানে তুমি অযূত শুন্যতার অতুল্য প্রেম।
এই প্রাণে আসেনি তোমার সমতুল্য কেউ
তাইতো চিৎকার করে বলি
আই লাভ ইউ ! আই লাভ ইউ !
না চাইলেও তুমি এসে যাও কবিতার চরনে
মিষ্টি হাসি দিয়ে যাও কাজল কালো নয়নে ।
-----------------------------------------
৩১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।