আর কত অধরা তুমি ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কল্পনা, কোন অধরায় তোমার বসবাস,
এ হৃদয় প্রত্যহ খুঁজিছে তোমায় ।
বিরামহীন অযূত ব্যাকুলতায়—
ওই মিষ্টি হাসিটা দেখতে চেয়েছি মাত্র-
তুমি ছাড়া প্রদীপ জ্বলে না শুন্য অন্তরে
শুধু তোমার হাসিতে জ্বলে উঠবো বলে
অপলক চেয়ে আছি—
দিবসের প্রখরে, নীশির আঁধারে
কল্পনা, কোন অধরায় তোমার বসবাস?
শুনেছি তুমি অনেক সুন্দরী, সুহাসিনী
লাবণ্যময়- গ্ল্যামার !
আমি তার কিছুই দেখিনি, দেখতো চাই না
শুধু দেখেছি ওই মিষ্টি হাসিটা
তুমি তার কিছু জেনেছো কি হে কল্পনা ?
আমি ব্যাকুল হয়ে উঠছি, নিঃশেষ হচ্ছি
ওই মিষ্টি হাসিটার দুর্ভিক্ষে !
বলো না, আর কত অধরা তুমি ?
তোমার মিষ্টি হাসিটায় একটু চুমু খেতে চাই
ভালোবাসতে চাই--
তোমার কল্পপনায় রজনী কাটে নির্ঘুম- ক্ষীন তন্দ্রায়
এ শন্যতার অবসান চাই
শুধু তোমার ওই মিষ্টি হাসিটা দেখে দেখে--
------------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১-৯-২০২৩ ইং
*************************


০১-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।