এই কবিতাই তুমি !
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সত্যি ভেবেছিলাম তুমি আমার জন্য
এতটুকু জায়গা রেখেছো মনের ঘরে,
যে তুমি রোজ আমার ঘুম ভাঙ্গাবে
কবিতার উৎস হবে পূর্ণি আলোর মতো!
এখানেও বিশ্বাস ঘাতকতা করলে, ছলনা করলে
কাছে এসেও চলে গেলে দুর বহুদূরে
এতো দিন যে মিষ্টি হাসিটা দিয়েছিলে
এর গভীরে যে ছলনা ছিল, ষড়যন্ত্র ছিল
আজ ঢের টের পাচ্ছি !
আজ আমি কাঠগড়ায়, আজ আমি অভিযুক্ত !
হয়তো বেশীই ভালবেসেছিলাম !
তাইতো মনের জানালায় আলপনা এঁকেছিলাম
তুমিও কবিতার উৎস হতে এসেছিলে
কবি আছে শুধু তুমি নেই কবিতায়
কবিতার চরণগুলো অনলে ছাঁই করে দিলে
অথচ এই কবিতাই তুমি !
মিথ্যে অভিনয়ে নিজেকে নিজেই পুড়ালে।
-----------------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১-৯-২০২৩ ইং
*************************


০১-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।