একটাই ভুল ছিল আমার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমার চোখ আমার অশ্রুজল দেখেনা
হৃদয়ের কান্নার ধ্বনি শুনে না,
তাই হয়তো ভাবো আমি কাঁদিনা
কত যে রক্ত ক্ষরণ এ মনের অরণ্যে
তবু আমি হাসি নিছক এতটুকুই
নিরন্তর বুঝ দেওয়ার প্রচেষ্টা
আমি ভালো আছি, বেশ ভাল আছি
এই যে তোমার দিকে তাকাই এ শুধু কল্পনা !
অনেক গভীরে তুমি আছো, তোমাকে খুঁজি
শুধু তুমি আমার অন্তর ভাষা বুঝনা
তোমার চোখ আমার অশ্রুজল দেখেনা
যদি কোনদিন বলতে হয়, বলবো
আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি
হয়তো সেদিন তুমিও কাঁদবে- তুমিও বুঝবে
তুমি ভুল করেছিলে, বড় ভুল করেছিলে
অহংকারে নিজেকে লুকিয়ে রেখে
হয়তো একটাই ভুল ছিল আমার,
ভালবেসেছি, শুধু তোমাকেই ভালবেসেছি ।
---------------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১-৯-২০২৩ ইং
*************************


০১-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।