কৃষ্ণকুমারী
- মুহাম্মাদ শরিফ হোসাইন
খুকির ফালতু পরীক্ষা..দু'পায়ে দূরে ঠেলা হতাশা এবং সবশেষে,
উক্ত পরীক্ষা-বিষয়ক মহোদয়ের সাথে সে কৃষ্ণকুমারী'র... আ...হাঁ...
আকাশ-পাতাল ফারাক গুলিয়ে ফেলার চিন্তে।
বালিকা শোন,নিজকে কৃষ্ণকুমারী না ভেবে কৃষ্ণকুমারী হ।
ফুল না দিয়ে তুই করলি কি,বাতাসে,প্রেমের আমন্ত্রন!একি হয়?
পরিচয় না দিলে পিছলাবেতো নিশ্চয়ই।
আচ্ছা,ছাই হাতে নিয়ে দেখতো।
কই চুলার ফেলা,আগুনের উল্কা ধরা যায় নাতো।
এবার বল কিভাবে কিছু একটা করি তোর জন্যে,নিরুপায় হস্তে?
তারছেঁড়া ফোনের কিছু সংলাপ আর এক রাতের হারাম হওয়া ঘুম,
তারপরেই ক্যান ভেবে নিলি আমিই তোর ভরসা! হুম...
যদি বিশ্বাস রাখিস এই দোস্তে,এ বাঁধন হয়তো যাবে না মস্তে।
কৃষ্ণকুমারী হ, কৃষ্ণকুমার এসে ধরা দিবে
যমুনার জল, কৃষ্ণকুমারী কল-কল বয়ে বয়ে যাবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।