সত্যের বিদায়
- রফিকুল ইসলাম রফিক

সত্য এখনো আছেন শিশুর নির্মল হাসিতে
ও হাটতে শিখলেই চলে যাবে হয়তো
সত্য এখনো আছেন কিছু মাথাহীন পাগলের মাথায়
জানি না কতদিন থাকবেন তবে
এসে গেছে পাগলকে চোখ বেধে চিমটি কাটার সময়
হয়তো ক'টা দিন বাকি, এ কাজটি শুরু হলেই
ও চিরতরে নিয়ে নেবে বিদায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।