আল্লাহ মেহেরবান
- ইউসুফ হাফিজ

ঐ যে দেখো আকাশ পানে
চন্দ্র-মেঘের খেলা
লক্ষ করো দেখবে আরো
গ্রহ-তারার মেলা
ঐ যে দেখো তরুলতা
বৃক্ষ সারি সারি
রূপ ছড়ানো পুষ্প কলি
মনটা যে নেয় কাড়ি
ঐ যে দেখো বয়ে চলা
সাগর স্রোত ধারা
আকাশ ছোঁয়া দাঁড় করানো
পাহাড় খাঁড়া খাঁড়া
ঐ যে দেখো ঝর্না নহর
নদীর কলতান
শস্য-শ্যামল পাখ-পাখালী
পাখির জয়োগান
কে করিলো সৃজন সবই
জমিন ও আসমান?
যিনি সকল সেরার সেরা
আল্লাহ মেহেরবান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।