তোমায় ভালোবেসে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

এতো মানুষ ছিলো আমার চারপাশে
তবু কেনো যে তোমায় শুধু ভালোবাসলাম ?
তোমার জীবনের আলোয় আমার আলো খুঁজে নিলাম !
মন বলে- ‘তুমি আমার আর আমি তোমার’
কখনো হবো না পর, দু’জন মিলে বাঁধবো সুখের ঘর !
যতো বাধা কিংবা আঘাত আসুক
থাকবো আজন্ম তোমার পাশে
মৃত্যুর পরের জীবনেও তোমাকে প্রত্যাশা করি
সেখানেও থাকবো স্বজন।

২৯.০৯.২০০০ ইং


০৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।