#তুমি সুন্দর
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
কোন গীতিকার যদি লিখে দিতো গানের কলি
কোন সুরকার দিতো তাতে সুর,
শিল্পী তার মনের মাধুরী দিয়ে দিতো গানে নুর।
তোমায় সৃষ্টি করে অপরূপ রূপে
একটি কবিতা তুমি মিষ্টি মধুর প্রেমের।
হাজার ফুলের মাঝে তুমি এক অনন্য
তুমি রূপসী প্রেয়সী
জ্যোৎস্নার আলোয় তুমি আলোকিত
তোমাতে যেন লুকিয়ে আছে সারা পৃথিবীর সব সুখ
এই জগত সংসার সবই অসার
পেলে তোমায় সুখে ভরে যায় এই বুক।
২৮.০৯.২০০০ ইং
০৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।