ভালোবাসবো নিরন্তর
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
ঐ চাঁদ যদি কলঙ্ক নিয়ে আলো দিতে পারে,
ফুলরা যদি কাঁটা বুকে ঘ্রাণে ছড়াতে পারে ।।
তবে কেনো? নিদ্ধার কাঁটা বুকে পারবো না বাঁধতে ঘর,
যারে আমি বাসি ভালো তারে কেনো যে করবো পর ।।
লোকের কথায় কি আসে যায়, আমি তো তা দেখিনা
চোখ রাঙ্গানো সমাজের ভয় আমি তো তা করিনা।
যতোই আঘাত পাই; তবু যে ভালোবাসবো নিরন্তর।।
দুঃখ যদি দাও অনাবিল করবো গ্রহণ বুকে
থাকবো বেঁচে তোমার আশায় ভালোবাসার সুখে।।
মরণ এলেও থাকবো তোমার হবোনা তো কভু পর।।
১৯ আগস্ট ২০০০ ইং
০৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।