কোনো এক মৃতের স্মরণে
- নাহিদ সরদার
ভেবনা কেউ চলে গেছে
কেউ কেউ কখনো যায়না- থেকে যায়,
পূজার ফুলে সে থাকে
সে থাকে সমস্ত গৃহস্থালিময়,
জোনাকির আলোয়
সে থাকে ঠাকুরের আরাধনায়
কোরানিকণ্ঠি বালকের সুরে
কারণ যে গেছে সে শাশ্বত সুন্দর।
কিছু অমলিন সুন্দর রয়ে যায় কালদানিতে
সে চলে যেয়েও থেকে গেছে
সে এক পূজনীয় সুন্দর।
পথ ও পথিকের শেষ নেই
কেবল সময়ের বেড়াজালে কারাবদ্ধ পথিক
- পথ বদলায়,
সুন্দর পথিক মরেনা কখনো
যে পথিক পথের কাঁটা কুড়ায়
বুনো বুনো ফুলে গন্ধ ছড়ায়
ঝোপঝাড় কেটে কেটে বানায় সুবোধ পথ,
যার পদপটে জন্মে সবুজ গোলাপ - সে মরে না
সে কেবল তাঁর তৈরি পথে হেঁটে যায়
অনাবিল সুখের আসরে।
০৬-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।