এখানে কবিতার উৎস নেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কবিতার উৎসগুলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে,
বর্ণগুলো আর আসেনা,শব্দগুলো নিভৃতে কাঁদছে।
ভালবাসার ফুল ঝরে যাচ্ছে কবিতার চরন হতে,
এখন শুধু রাগ অনুরাগের খেলা হৃদয় কাননেতে।
মুখের হাসিটাও বিলুপ্ত হয়েগেছে,
চোখের চাহনীটাও রক্ত বর্ণ্ হয়ে আছে
তাকালেই যেন বুকটা কেঁপে উঠে
কি এক অজানা ভয় চোখে মুখে ঠোঁটে !
ঠোঁটের প্রলেপটাও আর নেই, বিবর্ণ্ আকাশ !
প্রাণে প্রাণে তুমুল ঝড় হাওয়া, প্রচন্ত বাতাস।
অঙ্গে অঙ্গে যুদ্ধের ব্যাকুল উম্মাদনা
প্রেমের উচ্ছাসকে দিয়ে যাচ্ছে ব্যাদনা।
এখানে ভালবাসার মূল্য নেই, এখানে তরঙ্গ কেউ বুঝেনা
এখানে কবিতার উৎস নেই, এখানে আছে কিছু ছলনা।
------------------------------------------------


০৬-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।