এ বুকে বিষ ঢেলে দিয়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এতোটুকু রূপ লাবণ্য চাইনি কবিতা
চাইনি এতোটা শোভা, এতোটা গ্ল্যামার
এতোটা যৌবনের তরঙ্গ !এতোটা উম্মাদনা
এতোটা উম্মুক্ত স্বাধীনতা—
চেয়েছিলাম শুধু হৃদয় হতে হৃদয়ের সন্ধি
যেখানে থাকবে নির্মল ভালবাসা-শ্রদ্ধাবোধ
তুমি এতো কিছু উজাড় করে দিলে
এতোটা চাইনি, চেয়েছি আরো কিছু কম।
এ বুকে বিষ ঢেলে দিয়ে
কবিকে করলে ব্যাদনার নীল প্রদীপ!
এতোটুকু চাইনি কবিতা—
শুধু চেয়েছিলাম মিষ্টি হাসিটার এক ঝলক রুদ্দুর।
তুমি দিলে একখানি আগুনের খনি,
ভালবাসার তৃষ্ণা মিটেনি এখনো, যা চেয়েছি
তা হারিয়ে গেছে কবিতা---
----------------------------


০৬-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।