সোনালী রঙের এক টাকার কয়েন
- নাহিদ সরদার
প্লাটিনাম সময়ের হাত ধরে চলতে চলতে
মনে পড়ে যায়
সোনালী রঙের এক টাকা কয়েনের কথা
মনে পড়ে যায়
কী করে কেটে যেত দুইটাকার মাস
মনে পড়া যায়
বাবার পকেটকাটা সেই পাঁচ টাকার লজেন্স
সব কিছু মনে পড়ে যায়
কেবল মনে পড়েনা
সেদিনকার ঘামের গন্ধে কার রঙ লাগা ছিল
তবে যেটুকুই মনে পড়ে
বাবা স্নানে গেলে কিছু ঘাম গিলে নিত শীতল মৃত্তিকা
বাবা তখন ছিলেন
সোনালী রঙের একটাকার কয়েনটাও ছিল
আজ আর দেখিনা সে
সোনালী রঙের একটাকার কয়েন।
০৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।