বড্ড বেশী ভালবেসে ফেলেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হৃদয়টা ফাঁকা পড়ে আছে বহুদিন,
এক শুন্যতায় যত্নহীন, তবু যে নিত্যদিন
কেউ এসে দোলা দিয়ে যায়
তরঙ্গ তুলে যায় নিঁপুন ছোঁয়ায়।
শতবার ভুলতে যেয়েও আশালতা
ধীরে ধীরে উঠছে বেড়ে তরুলতা
পুলক শিহরণ জেগে উঠে আঁধার ঘরে
তবু সে অধরা তবু সে অপূর্ণতা বিস্তরে,
মিষ্টি হাসি দিয়ে সে আর আসেনি-
তবু সে জীবন্ত হয়ে আছে হৃদয় ধরনী।
মনের প্রতিটি পরতে পরতে, এখনো সেই
মিষ্টি হাসিটার চিত্রই ভেসে উঠে—
ভুল করে হলেও ভুলতে পারি না-
কি এমন মহত্ব লুকিয়ে রেখেছো জানি না
এতটুকু জানি বড্ড বেশী ভালবেসে ফেলেছি
পূর্ণি ঝলকের মত যে হাসিটা দেখেছি !!
----------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৭-৯-২০২৩ ইং
***********************


০৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।