একটা অনুভূতির রক্ত ফোটা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

একটা অনুভূতির রক্ত ফোটা ঝরে এ বুকে!
বিপুল ব্যাথা লাগে ! বিনিদ্র থাকে শত দুঃখে!
বুকে যুদ্ধ করে তবু মুখ ফোটে আসে না,
যদি বলে ফেলি, যদি বলে না, কখনো না
তখন কি হবে ? কে জানে ?
সে কি বুঝে হৃদয় ছোঁয়া কম্পনের মানে !
এই করে কেটে গেল কতটা প্রহর ! কতটা বেলা
তবু যেন কিছুতেই থামছেনা তব যেন অবহেলা।
আর পারছি না, উথরোল ঢেউ উঠেছে প্রাণ
শুনছো কি আশালতা ?
যে কথা বলতে এসেছি কবিতার চরন
সে তুমি, শুধু তুমি !
একটা অনুভূতির রক্ত ফোটা কিংবা প্রেম ভূমি
যাকে ভালবাসি কবির কবিতার মত-
একটি অনুভূতির নাম- সে তুমি, শুধু তুমি !
একটা অনুভূতির রক্ত ফোটা ঝরে এ বুকে!
বিপুল ব্যাথা লাগে ! বিনিদ্র থাকে শত দুঃখে!
---------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৭-৯-২০২৩ ইং
***********************


০৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।