এলোমেলো তরঙ্গ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কবে যে এলোমেলো তরঙ্গ উঠেছে প্রাণে
কোন খবর নেই! কিছু বলছে কেউ একজনে
আজ যেন অনুভূতির ডালা পালাগুলো
শুধু তার কথাই ভাবছে; কিন্তু সে কে ?
অনেক ভেবে দেখেছি সে আর কেউ নয়
সে শুধু তুমি ! শুধু তুমি !
যে তুমি মিষ্টি হেসে বলেছিলে বৃষ্টিতে ভিজে ভিজে
তুমি যদি হতে মেঘলা আকাশ !
আমি হতাম স্রোতনী নদী, প্রবাহিত নদী—
তুমি চাইতে আমার বাদল মেঘে ভেসে যেতে
পুলক ভালবাসার স্বর্গিয় জলে-
আজ আকাশে অনেক ঝড় বাদল মেঘ
তুমি কি বৃষ্টি নেবে ?
তোমাকে খুঁজতে খুঁজতে আমি যে নিখোঁজ হয়েছি
ভিতরে ভিতরে এলোমোলো তরঙ্গ !
-------------------------------------------------

মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৮-৯-২০২৩ ইং
***********************


০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।