বিনিদ্র চোখে পথ চলেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যদিও চারিদিকে অন্ধকারময় ধুসর চোখ,
তবুও জোনাকী রেখে গেছে ক্ষীণ আলো।
শত অবহেলার মাঝেও রাত্রির আঁধারে
এই আলোর দিগন্ত জুড়ে ভালবাসার ছায়া
যেখোনে খুঁজে পাই সোনালী শিশির-
যেখানে প্রশান্তি নেমে আসে হিম শীতল,
জানি সম্মুখে রাত্রির পথ ! অচেনা নোঙ্গর-
তবু ছেড়েছি তরী জোনাকীর পিছু পিছু
যদি একটু আলো খুঁজে পাই
ভালবাসার পরশে—
বিনিদ্র চোখে পথ চলেছি পৃথিবীর বাঁকে বাঁকে
আশার আলো দেখি স্বপগুলোর ছবি এঁকে এঁকে।
--------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৮-৯-২০২৩ ইং
***********************
০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।