এলোমেলো সুহাসিনী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এলোমেলো এই সুহাসিনীর কাছে কি চাইব !
তার অঙ্গে অঙ্গে দ্রোহের অনল শিখা -যন্ত্রানাবিভ্রম !
শত শয়তানে ভয়াল ছায়া-
নিজের অনলে নিজেই হচ্ছে জ্বলে পুড়ে ছাঁই
গুপ্ত ধন লুটে নিচ্ছে রাস্তার কুকুর বিড়াল হায়েনা
খুব গভীরে ঢুকে গেছে সাপ বিচ্ছু পোকা মাকড় !
এখন উদাসীন রাস্তার পাগলী-
এলোমেলো এই সুহাসিনী এখন অগ্নি-কারাগার
মিলনের আর্তনাদেও সেই সাগর -নদীতে
রুস্তম আর আসে না, ছুঁয়ে দেখেনা, ভালবাসে না
এখন এইডস এর দখলে আশ্রম !
কোথায় সেই রূপ লাবণ্য ! কোথায় সেই উম্মুক্ত
অঙ্গ অঙ্গের তরঙ্গ খেলা ?
রূপসীর তরী এখন নরকের অগ্নি চুলায়-
তার অঙ্গে অঙ্গে লেগে আছে নিষিদ্ধ প্রণয়
প্রেমে এখন নগ্নতার কালো ছায়া—
এলোমেলো সুহাসিনীর কাছে ভালবাসার কিছু নেই--
--------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৮-৯-২০২৩ ইং
***********************
০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।