তোমার রেখে যাওয়া আঘাতে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার রেখে যাওয়া আঘাতে অনন্ত সুখ খুঁজি;
দীর্ঘশ্বাসেও সেই হাসিটা ভেসে উঠে রোজি
ভুলতে চাইলেও, ভুলে যাওয়া তুমি
কেন যেন গোলাপ হয়ে ফোট হৃদয় ভূমি !
এখনো্ দেখি রাঙা ঠোঁটের শুভ্রতায় মিশে আছে
সেইসব অনুভূমির শাখাগুলো,কাছে খুব কাছে
এতো মুগ্ধ আবেশ; এতো রঙের প্রজাপতি
ভালবাসার ফুলে ফুলে
মনে হয় তোমার তরঙ্গে ডুবে যাই নিঃসঙ্গ সময়ে
তৃষ্ণার্ত ডুবুরী হয়ে যাই স্বর্গিয় সুখের প্রণয়ে-
তোমার রেখে যাওয়া আঘাতে লিখে যাই
অমর প্রেমের উপাখ্যান
শিহরিত প্লাবনে মিশে যাই দিগন্তের শেষ প্রান্তে।
--------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৮-৯-২০২৩ ইং
***********************
০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।