একুট বলে যাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মুচকি হাসির আড়ালে কি লুকিয়ে রাখো ?
ভালবাসা ? না ঘৃণা ? না তিরস্কার ?
যদি ভালবাসা রাখো তবে স্বর্গিয় সুখে আছি
যদি ঘৃণা কিংবা তিরস্কার করো আগুন হয়ে বাঁচি।
আমি তো জানি তুমি রোদেলা
তুমি নও কোন অন্ধকার কাফেলা
যদি অন্ধকার হও হয়তো হারিয়ে যাবো অতলে
যদি ভালবাসা হও
পুলকের রোদ বুনে যাবো ওষ্ঠচুম্বনে প্রমোদ কল্লোলে
মুচকি হাসির আড়ালে কি লুকিয়ে রাখো ?
একুট বলে যাও
ভালবাসা খুঁজে নিবো উঁচু পাহাড়- সাগর জলে।
কি লুকিয়ে রাখো মুচকি হাসির আড়ালে ?
-------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৮-৯-২০২৩ ইং
***********************


০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।