তোর আগুনে রেখেছি হাত
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,
জানি না কোন মন্ত্রবলে করলি কুপোকাত !
জ্বলে পুড়ে ছাঁই হচ্ছি দিবা কিংবা রাত,
তুই শুভ্রতার বদলে দিলি কলঙ্কিত চাঁদ !!
কোন মন্ত্রগুণে ?
হৃদয়কে পুড়ালি তুই অনল দহনে ,
যদি ভাল নাই বাসবি তবে কেন বলেছিলি
কেন ডেকেছিলি নিরিবিলি ?
তোর গুহায় লুকিয়ে আছে বিষাক্ত সাপ
ছলনাময়ী ভালবাসার অভিশাপ !
ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,
এখন হৃদয় গুনে শেষ নিঃশ্বাসের আয়ু
তোর তরঙ্গ জলে ঝাঁপ দিতে গিয়ে
খুঁজে পেলাম জ্বলন্ত আগুনের গোলা !
এখন মনে হয় ভুলে ভরা জীবনের পান্ডুলিপি।
ভুল করে তোর আগুনে রেখেছি হাত ,
জানি না কোন মন্ত্রবলে করলি কুপোকাত !
---------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৮-৯-২০২৩ ইং
***********************


০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।