হঠাৎ কি এমন হলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ইদানিং তোমার মিষ্টি হাসিটা বদলে যাচ্ছে,
এমনকি আগের সেই লাবণ্যতাও ঝরে যাচ্ছে
সেই পরিচিত রূপের ঝলক এখন আর ভাসেনা
দেখলে মনে হয় নেশা তোমায় ছাড়ে না
অবসাদের চিহ্নগুলো ভেসে উঠে চোখে মুখে
হঠাৎ কি এমন হলো ! কি এমন বিরহের দুঃখে !
তুমি এমন আড়ালে থাকো!
যে হাসিটায় অযূত স্বপ্ন দেখত শত শত প্রাণ
সে হাসিটা কোথায় লুকালে , কোন সে অভিমান !
অপলক চেয়ে থাকি,
যদি একটু সেই রাঙা ঠোঁটের হাসিটা দেখতে পাই-
তখন মনে হয় ,তোমার চেয়ে সুহাসিনী কেউ নেই !
অথচ এই তুমি ! কাউকে হারাতে যেয়ে
নিজের হাসিটাই হারালে শত বিষাদের ছাঁয়ে।
----------------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৯-৯-২০২৩ ইং
***********************
০৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।