ইতি টানলেই, সব হয় না ইতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জীবনের তরঙ্গগুলো হয়তো একদিন
সমস্ত সৌরভ বিলিয়ে স্মৃতি হয়ে যাবে।
কে জানে হয়তো তুমিও
হয়তো আমিও শেষ হয়ে যাবো কোনদিন।
সেদিন ঠাঁই নিবে তুমি আমার কবিতায়
কবিতার ক্যানভাসে হয়ে উঠবে রঙিন
অপরূপা সুহাসিনী—
অমরত্বের সাক্ষী দিবে ,তুমি ছিলে আমার
কবিতা-
আজ যে ভুলে যাওয়া, এতো ভুলো যাওয়া নয়
তুমি আবার ফিরে আসবে, আবার হবে নব উদয়
হৃদয়ে হৃদয়ে লিখেছি যে নাম, সেতো অক্ষয় প্রীতি
কবিতার চরনে চরনে তুমি সেরূপ অমর স্মৃতি !
আমার রেখে যাওয়া কবিতায়-
ঠিক যেমন কালি কলমের প্রণয়
এ বন্ধন কভূ ছিন্ন হবার নয়, বিচ্ছেদের নয়
ইতি টানলেই, সব হয় না ইতি
এ স্বপ্ন সত্যি হবে জেনেও ভালবেসেছি অতি।
------------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৯-৯-২০২৩ ইং
***********************
০৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।