অঞ্জলি দানে
- ফয়েজ উল্লাহ রবি
অঞ্জলি দানে গৃহীত প্রেয়সী সিক্ত করো বুক,
তুলতুলে মেঘ সিগন্ধ বাতাস শীতল ভরো মুখ।
সুপ্ত বুকে মুক্ত হাসি তোমায় ভালোবাসি
শতো ক্রোশ পাড়ি দিয়ে আবার ফিরে আসি।
প্রিয়তি তোমার কী মতি হাত ধরে দাও সুমতি
পূর্ণমিলন শরত রাতে অপেক্ষার করো ইতি।
২৯ ভাদ্র ১৪৩০, ০৯ সেপ্টেম্বর ২০২৩
উৎসর্গ কবি- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) কে।
১৪-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।