শুধু বুঝেনি তোমার ব্যাকরণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভুলতে বললেই ভুলা যায় না হৃদয়ের বন্ধন,
এর ভাষা -এর অভিধান- এর কাব্য দিগন্তহীন
চঞ্চল ঝর্ণা ধারার মত বহমান প্রতিটা চরন
সে চাইনা বুঝে তিরস্কার অবহেলা অপমান
সে এক রহস্যে ঘেরা অযূত কল্পনার উদ্যান
যেমনটা তুমি অসীম আকাশের কোন অভিযান !
আজো এর ভাষা বুঝেনি তবু ছুটে চলেছি-
তবু খুব করে চেয়েছি, তবু হৃদয়ে লিখেছি
সমুদ্রের অতল গভীরে ঝিনুকে মুক্তা খুঁজেছি
ভয়ঙ্কর হাঙ্গরের ব্যাকরণ বুঝেছি
শুধু বুঝেনি তোমার ব্যাকরণ, ভালোবেসে ফেলেছি।
তুমি এক ইস্পাত সম সমীকরণ-
ক্ষণে ক্ষণে রঙ বদলাও, ক্ষণে ক্ষণে করে যাও দহন
ইংরেজী জেনেছি, আরবি বুঝেছি
শুধু বুঝেনি তোমার ব্যাকরণ, তোমার অভিধান!
যতটুক জেনেছি হৃদয়ের নেই কোন সংবিধান
ভালোবাসা তেমনি এক অবহেলা তিরস্কার অপমান
কভূ ভুলা যায় না, কভূ বুঝা যায়
হৃদয়ে লালিত প্রেমিকার রহস্যময় ব্যাকরণ!
-------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-৯-২০২৩ ইং
***********************


১৪-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।