যতই আড়াল হও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কেউ কি এমন হাসিটাকে মারতে পারে ?
হঠাৎ কি এমন হলো রাঙা ঠোঁটের গভীরে !
যে হাসিটার ঝলক দেখেছিলাম অন্ধকারে,
আজ সেখানে বিষাদের ছায়া ঠোঁটের উপরে ।
এক অভিমান দেখতে পাচ্ছি রাঙা চোখে মুখে,
কি এমন অভিযোগ !
তুমি মুখ ফোটে বলতে পারছো না সম্মুখে ।
তোমাকে ভালোবেসেছি তাই ?
এতো সুন্দর হাসিটাকে হত্যা করলে মিছে মিছে
তুমি যতই আড়াল হও, ওই হাসিটা ঠোঁটের নীচে
ঠিকই ঝলক দিয়ে ওঠে পূর্ণিমার সাজে
মুখ ফোটে বলতে পারছো না ভালোবাস যে !
দু’জনার প্রণয়টা নাই বা হোক, এই জীবনে
ভালোবাসার অধিকারটুকু দাও প্রাণের স্পন্দনে।
----------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৫-৯-২০২৩ ইং
***********************
১৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।