বেলাশেষে অবশেষে
- ফয়েজ উল্লাহ রবি ০৪-১০-২০২৪
একদিন হারিয়ে যাবো ভুলে যাবে সবাই মোরে
ভাবতে-ভাবতে বিলীন হবো থাকবে সবাই ঘোরে।
শিশু-কিশোর শৈশব-যৌবন
বৃদ্ধকালে আসবে সমন,
বেলা শেষে অবশেষে আসবো না আর ফিরে।
১৬/০৯/২০২৩
কবি- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) কে উৎসর্গ।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।